কলকাতা: সোশ্যাল মিডিয়ায় এবার জোর রাজ্যের। জেলায় জেলায় খোলা হবে সোশ্যাল মিডিয়া ইউনিট (District Social Media Unite)। রাজ্যের তথ্য তথ্য সংস্কৃতি দফতরের অধীনে এই ইউনিট গুলি চালু হবে। মূলত প্রত্যেকটি তথ্য সংস্কৃতি দফতর জেলা সদর কার্যালয় এই ইউনিট তৈরি হবে। জেলায় জেলায় সোশ্যাল মিডিয়া ইউনিট তৈরির জন্য ১০৮ টি শূন্যপদ পদ তৈরির সিদ্ধান্ত আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে (Cabinet Meeting In Nabanna)।
মন্ত্রিসভার বৈঠক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, সোশ্যাল মিডিয়ার প্রতি এবার থেকে বিশেষ জোর দেবে রাজ্য সরকার৷ জেলায় জেলায় খোলা হবে সোশ্যাল মিডিয়া ইউনিট৷ নবান্ন সূত্রের খবর, আজ সোমবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জেলায় জেলায় সোশ্যাল মিডিয়া ইউনিট তৈরির জন্য ১০৮ টি শূন্যপদ পদ তৈরি হবে।সএছাড়া, মোট ১৫০ টি সুবেদার পদকে কলকাতা পুলিশের সশস্ত্র পুলিশের সশস্ত্র সাব-ইন্সপেক্টর পদে রূপান্তর করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে এদিন।
আরও পড়ুন: নবান্নে মন্ত্রিসভার বৈঠকে ৪ বড় সিদ্ধান্ত! কী কী? দেখুন বড় খবর
অন্য খবর দেখুন








